ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রংপুরে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর নগরীর কাচারি বাজার থেকে শুরু হয়ে হয়ে গণ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে শেষ হয়। এসময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
গণ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের আমলে গুম, খুন, দূর্নীতিসহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান নেতারা।
এর আগে জুমার নামাজের আগেই জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ শিবিরের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
গণ মিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মেজবাউল করিম, রংপুর মহানগর শিবির সভাপতি নুরুল হুদাসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস