উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়ির আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন আল আমিন নামে এক ব্যবসায়ী।
স্থানীয়দের অভিযোগ আল আমিন নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনটি ‘আমার হাট’ সুপার শপসহ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। আর এই সুপার শপের কারণে ওই সড়কে প্রতিনিয়ত হচ্ছে যানজট ও পরিবেশ দূষণ।
সরজমিনে গিয়ে দেখা যায়, উত্তরার ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়িতে ‘আমার হাট’ নামে একটি সুপার শপ রয়েছে। এর পাশেই এর পাশেই মায়ের দোয়া মেডিসিন কর্নার ও সামনে রয়েছে একটি বিকাশে ও মোবাইল রিচার্জের দোকান। দোকানে কর্মরত কর্মচারীরা জানিয়েছেন- সবগুলো দোকানের মালিক আল আমিন। তিনি চাকরির পাশাপাশি এই ব্যবসাগুলো পরিচালনা করছেন।
আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে আল আমিন বলেন, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন তো দেয় না। তবে পুরো এলাকায়-ই এরকমভাবে ব্যবসা চলছে। তাই আমিও করছি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানান, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালণা করার অনুমতি নেই। যদি কোথাও কেউ করে থাকে তাহলে সেটা বেআইনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে শিগগির ব্যবস্থা নেবো।