বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে কাঙ্ক্ষিত পরিবর্তনের বিপুল সম্ভাবনা মাঠে মারা যাচ্ছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর দিন বদলের স্বপ্ন ফিকে হয়ে আসছে। সরকার রাজনৈতিক দল ও জনগণের সমর্থন কাজে লাগাতে পারছে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কার্যকারিতার ঘাটতির কারণে নারীর অধিকার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে। এসব অপতৎপরতার পেছনে রাজনৈতিক মদদ রয়েছে কিনা তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নতুন রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকারের মদদ প্রসঙ্গে সাইফুল হক বলেন, ছাত্র-তরুণদের স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম করার অধিকার রয়েছে, তবে সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র, শ্রমিক, ও জনতার গণঅভ্যুত্থান শোষণমুক্ত সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে তরুণ যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, জামিলুর রহমান ডালিম, আরিফুল ইসলাম, সাফায়েত কামাল দিব্য, সাজ্জাদুল করিম আলভীসহ আরো অনেকে।
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
কেকে/এএম