বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমার আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত মুসল্লিরা হলেন- শেরপুর জেলার শ্রীবর্দি থানা এলাকার আব্দুল্লাহর ছেলে ছাবেত আলী (৭০) তিনি ময়দানের ৪৬নং খিত্তায় ষ্ট্রোক করে মারা গেছেন, খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬)। তাদের জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল কুদ্দুস গাজী ও ছাবেত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
অপর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে স্থাপিত সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।
কেকে/এইচএস