কুষ্টিয়ার মিরপুরে পাথর বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিএনজির আরো দুই যাত্রী।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত নারী যাত্রীর নাম জানা গেলেও সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। সিএনজি মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাক টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেই। এতে সিএনজি দুমড়ে মুছরে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আরো দুইজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। স্থনীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন,লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি পুলিশের হেফাজতে আছে।
কেকে/এএম