কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে এক যুবদল নেতার লাশ পেয়েছে পরিবার।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পায় পরিবার। তবে কখন তার মৃত্যু হয়েছে তার নিশ্চিত তথ্য জানা যায়নি। এসব তথ্য জানিয়েছেন ওই যুবদল নেতার ভাই আবুল কালাম।
ওই যুবদল নেতার নাম তৌহিদুর রহমান। তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
আবুল কালাম মুঠোফোনে জানান, আমার বাবা গত ৪ দিন আগে মারা গেছে। আমরা শোকে আচ্ছন্ন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর ৩টি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি আমাদের বাড়ি আসে। এসে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। আমার ভাই কখনোই অস্ত্র আনতে পারে না। তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে। আমরা বারবার বলার পরেও তারা নিয়ে যায় আমার ভাইকে। বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানা পুলিশ আমাদের জানায় তাকে গোমতী পাড়ের গোমতী বিলাস নামক স্থান থেকে তারা উদ্ধার করেছে। সে নাকি হাসপাতালে আছে। আমরা কুমিল্লা মেডিকেল গিয়ে দেখি তার লাশ। তার শরীরের বেদম মারের আঘাতের চিহ্ন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাবো।
কেকে/এএম