দিনাজপুরে পার্বতীপুর সেনানিবাসে ছেলে রেখে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খালেকুজ্জামান (৪২) নামে প্রভাষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রওশন আরা সাজি গুরতর আহত হোন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ( ৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত খালেকুজ্জামান কালীগঞ্জ উপজেলার চাপারহাট শামসুদ্দীন কমরউদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ছিলেন। তার স্ত্রী রওশন আরা সাজি হাজরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবারের লোকজন জানান, সকালে মোটরসাইকেলে ছেলেকে দিনাজপুরে পার্বতীপুর সেনানিবাসে রেখে আসতে যান। বিকালের ফেরার পথে বদরগঞ্জ এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের মধ্যে ধাক্কায় গুরুতর আহত হন।
এ সময় আহত আশঙ্কা জনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রীও আশঙ্কা অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে শুনেছি।
কেকে/এএম