কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি প্রান্তিক গ্রাম। এই গ্রামের একটি সেবা মূলক সংগঠন পদুয়া হিলফুল ফুজুল সংগঠন। সংগঠনটির ১৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হয় এক ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে চিকিৎসা পেয়েছে পদুয়াসহ আশপাশের কয়েক গ্রামের আড়াইশো মানুষ।
সরেজমিনেদেখা যায়, পদুয়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের পাশে সাজ সাজ রব। সামিয়ানা টাঙানো পেন্ডেলের আশপাশে গ্রামবাসীর হাঁকডাক। পেন্ডেলের ৪টি কক্ষে চিকিৎসা দিচ্ছে একদল ডাক্তার। গ্রামের মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে আবার চিকিৎসকের পরামর্শ নিয়ে চলে যাচ্ছে।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সিরাজুল হক সরকার। তিনি বলেন, আনন্দ হচ্ছে আমার এমন একটি সেবামূলক কাজের সাথে থাকতে পেরে। আমাদের গ্রামটি দেবিদ্বারের একটি প্রান্তিক গ্রাম। এই গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প হওয়ায় অনেক সাধারণ মানুষ আজ চিকিৎসা পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পদুয়া হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মো. আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সহ-সভাপতি ফখরুল ইসলাম, জাকির হোসেন, মো. ফয়েজ ও দফতর সম্পাদক আরিফুলর ইসলাম প্রমুখ।
পদুয়া হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মো. আবু ইউসুফ বলেন, ১৫ বছর আগে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। আমরা চেষ্টা করেছি গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। গত ১৫ বছরে আমরা ঈদ উপহার, চিকিৎসা সেবা, সুপেয় পানির জন্য টিউবয়েল স্থাপনসহ বিভিন্ন সমাজিক কাজ করেছি। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমার সব সময় গ্রামবাসীর জন্য সামাজিক ও মানবিক কাজ করে যাব।
কেকে/ এমএস