বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয়। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের আর চলতে দেবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক এ প্রতিবেশী দেশ কখনও চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে।
শুক্রবার বিকাল চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকা নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশকে নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ‘নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।উল্লেখ্য যে চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভা তেরোটি ইউনিয়ন এর প্রত্যেক গ্রামের শীতার্ত অসহায় মানুষের মাঝে ৮০০০ কম্বল উপহার প্রদান করেন।
এদিকে শুক্রবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মর্ডান স্কুল অ্যান্ড মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে এবং চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত অয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. তাহের।
কেকে/এমএস