বাংলাদেশ রাষ্ট্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। বাংলাদেশের জাতিগত বৈষম্যহীন সম্প্রীতি বিশ্বে বিরল। সকল ধর্ম-বর্ণ ও জাতি গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষ তা পুনরায় প্রমাণ করেছেন। এই আন্দোলনের ফলে বাংলাদেশ আজ সকল ধর্মের মানুষদের বসবাসের জন্য উপযুক্ত স্থানে পরিণত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ধামরাই পৌর শহরের মাধব বাড়ি ঘাট এলাকায় মাঝি সম্প্রদায়ের লীলা কীর্ত্তন অনুষ্ঠানে এসকল কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
তিনি আরো বলেন, শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করা হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমধিকার নিয়ে বসবাসের পরিবেশ সৃষ্টিতে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার শাওন আহমেদ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, রাশেদ মিয়া, পারভেজ পাঠান প্রমুখ।
কেকে/এআর