সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে একাধিক হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর শতাধিক মানুষকে মিষ্টি খাইয়েছেন নারী প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।
শুক্রবার (৩১ জানুয়ারি ) রাত সাড়ে আটটার দিকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর বাড়ির পাশে ‘নবাবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ এ আয়োজন করেন। এ সময় কালীগঞ্জ বাজারের পথসভা করে শতাধিক মানুষকে মিষ্টিমুখ করান।
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড পোস্ট অফিস এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারী প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বক্তব্য বলেন, ২০২০ সাল থেকেই আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। তারা অন্যায় ভাবে আমার বাবাকে রাজাকার বলে আসছিল। আমি তারও প্রতিবাদ করছি। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করেছিল। কিন্তু তারা কখনোই সফল হয়নি। সৃষ্টিকর্তা আমার পাশে ছিল তাই আমি প্রতিবাদ করা কখনো ছাড়েনি।
প্রভাষক আরো বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এলাকার মানুষের জন্য তেমন কিছুই করেনি। শুধুমাত্র তার পরিবারের জন্যই করে গেছে। পরিবারের উন্নয়ন ছাড়া এলাকার মানুষের কোনো কিছুই করেনি। তাই এই এলাকার মানুষ তার গ্রেফতারের কথা শুনে অনেক খুশি হয়েছেন।
কেকে/এমএস