বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার      বাংলাদেশি পণ্যে ট্রাম্পের ৩৭% শুল্ক আরোপ      আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা       আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      
গ্রামবাংলা
বাঞ্ছারামপুরে সড়কের টুঁটি চেপে ধরেছে বিদ্যুৎ এর খুঁটি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৬ পিএম  (ভিজিটর : ২৬৭)
ছবি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  সড়কের খুঁটি সরানো নিয়ে এলজিইডি  ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে চলছে রশি টানাটানি।

ছবি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সড়কের খুঁটি সরানো নিয়ে এলজিইডি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে চলছে রশি টানাটানি।

বাঞ্ছারামপুরে আলীপুর-মনাইখালী সড়ক থেকে সদর পৌরসভার বাজারে যাওয়ার পথে মাঝ রাস্তায় বিদ্যুৎ এর খুঁটি। এ নিয়ে এলজিইডি ও পল্লী বিদ্যুৎ এর মধ্যে সমাধান নিয়ে চলছে রশি টানাটানি।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অটোরিকশা চালক মাসুদ মিয়া তার যাত্রীবোঝাই গাড়ি নিয়ে যাচ্ছিলেন সদর ইউনিয়নের আলীপুর-মনাইখালী সড়ক থেকে সদর পৌরসভার বাজারে। রাতের বেলায় সড়কের মাঝঝানে বৈদ্যুতিক খুটি আছে তিনি তা লক্ষ্য করেননি। যা হবার তা-ই হলো। গাড়ি মোটরসাইকেল কে সাইট দিতে যেয়ে সেই খুঁটিতে আছড়ে পড়লো। যাত্রীদের তেমন ক্ষতি না হলেও গাড়িটির সম্মুখভাগ ভেঙ্গে যায়।

এই হলো বাঞ্ছারামপুর পৌরসভার শেষপ্রান্ত ও সদর ইউনিয়নের শুরুর রাস্তার অবস্থা।

সড়কের কিনারার এক থেকে পাঁচ ফুট ভেতরে খুঁটি। যানবাহন চলাচলের পথ আঁকড়ে আছে এসব খুঁটি, যেন সড়কের ‘দম’ আটকে রাখা হয়েছে। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে। নিয়মিত ঘটছে দুর্ঘটনা।

এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে চলছে রশি টানাটানি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন এলাকায় এ ধরনের অন্তত ১৫ থেকে ২০টি খু্ঁটি রয়েছে।

সোনারামপুর, বালুচর, দরিয়াদৌলত, চরশিবপুর, ফরদাবাদ, রাধানগর, সড়কে এমন খুঁটি বেশি চোখে পড়ে। শুধু সোনারামপুরেই সড়কের মাঝখানে রয়েছে ৩টি পল্লী বিদ্যুৎ এর বসানো ৩টি খুঁটি। একটি খুঁটি সড়কের কিনারা থেকে অন্তত পাঁচ ফুট ভেতরে রয়েছে।

স্থানীয় লোকজন জানায়, পল্লী বিদ্যুৎ সমিতি এসব খুঁটি দিয়ে বিদ্যুতের লাইন টেনেছে। এসব খুঁটি বসানোর সময় সড়ক ঘেঁষে বসানো হয়। কিন্তু কিছু সড়ক প্রশস্ত করার পর খু্ঁটিগুলো আগের জায়গায়ই থেকে যায়। এ কারণে সড়ক প্রশস্ত করা হলেও সেটি কাজে আসছে না, বরং খুঁটিগুলো সড়কের ভেতরে চলে আসায় যান চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বছরের পর বছর ধরে চলছে এ অবস্থা।

সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, যানজট নিরসনে এখানকার সড়ক প্রশস্ত করা হলেও পল্লী বিদ্যুতের খুঁটির কারণে পুরো সড়ক কাজে লাগছে না।আমি উপজেলার মাসিক সভায় বিষয়টি বার বার বলেছি, কিন্তু কে শুনে কার কথা।

বাঞ্ছারামপুর এলজিইডি'র উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এসব খুঁটির কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। আমরা তাদের বলার পরও এসব খুঁটি সরাচ্ছে না। কেউ ব্যক্তি উদ্যোগে এসব সরানোর কথা বললে পল্লী বিদ্যুৎ তাদের নির্ধারিত হারে যে টাকা দাবি করে, সেটি অবাস্তব চাওয়া।আমরা সড়কে কাজ করার সময় চিঠি দিয়ে পল্লী বিদ্যুৎ কে জানালেও,তারা কোনো পদক্ষেপ নেয়নি।

যেহেতু তারা সড়কের মাঝে খুঁটি বসিয়েছে, সেহেতু তাদেরই দায়িত্ব এসব সরিয়ে নেওয়া।’

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজায়েত আলী বলেন, ‘খুঁটি সরাতে নিয়ম মানতে হয়। নিয়ম হলো কেউ খুঁটি সরাতে আবেদন করলে এটির একটি এস্টিমেট দেওয়া হবে। সে অনুযায়ী বিল পরিশোধ হলে আমরা সেটি সরিয়ে নেব। এলজিইডি রাস্তা করার সময় খুঁটি পড়লে আমাদের কাছে আবেদন করে। নিয়মানুসারে টাকা না দিলে খুটি সরানো সম্ভব নয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, আমি এলজিইডি ও পল্লী বিদ্যুৎ উভয় কর্তৃপক্ষ কে ডাকবো। লম্বা সময় ধরে এমন সমস্যা ধরে এমনটা চলতে পারে না, শীঘ্রই সমাধান হবে"।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকার-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ঈদে বান্দরবানে বেড়াতে গিয়ে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ১০
বান্দরবানে সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ
মিয়ানমারে যুদ্ধবিরতির ঘোষণা জান্তার

সর্বাধিক পঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য দেশি অস্ত্রের প্রদর্শনী, গ্রেফতার ১৫
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৮

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close