আজ থেকে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে ৩১ জানুয়ারি ছিল দ্বীপে পর্যটকদের শেষ ভ্রমণের দিন।
সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ হওয়ায় কক্সবাজারে গতকাল ছুটির দিনেও পর্যটক সমাগম কম ছিল। শহরের হোটেল-মোটেলের প্রায় ৮০ শতাংশ ছিল ফাঁকা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এ নিষেধাজ্ঞা পর্যটন খাত থেকে কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থান সংকটে ফেলবে।
এক হোটেল মালিক আব্দুল মালেক বলেন, আমাদের জীবিকা পুরোপুরি পর্যটকদের ওপর নির্ভরশীল। জাহাজ বন্ধ হয়ে যাওয়ায় ১৫ জন স্টাফ নিয়ে কীভাবে চলব, ভাবতেই চোখে পানি চলে আসে।
সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি এম এ আবদুর রহিম জিহাদী জানান, দ্বীপে পর্যটন বন্ধ থাকলে এখানকার শত শত মানুষ সংকটে পড়বে। অন্তত ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ভ্রমণ চালু রাখা উচিত।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেন্টমার্টিনে কোনো জাহাজ চলাচল করবে না। তবে প্রণোদনার প্রয়োজন হলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
কেকে/এএম