ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধ করায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। এ সময় রোববার অর্ধবেলা দেশব্যাপী হরতালের ঘোষণা দেন সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ও জনগণের অধিকার হরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের অদ্যকার ফেনীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা বন্ধ করায় প্রতিবাদ জানাই।
কেকে/এএম