গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল অবরোধ, লিফলেট বিতরণ করবা রাস্তায় নাইমা দেখ দলমত নির্বিশেষে প্রতিহত করা হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বির্নিমাণে জনআকাঙ্খার রাজনীতি শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচন ইতিহাসের সেরা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রাজনৈতিক দলের নেতাদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। গণ-অভ্যুত্থানকে পুঁজি করে কোনো দল যদি লুটপাট করার জন্য দেশটাকে নিজের সম্পত্তি মনে করে সেটাও ভুল হবে। শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ করেছিল তাই গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। নতুন বাংলাদেশের নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। দেশে ৭৫ সালের পর জনআকাঙ্খা পূরণ হয়নি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। কাজেই গণ-অভ্যুত্থানের পরেও যদি বাংলাদেশকে বির্নিমাণ করতে না পারি তাহলে একই ভোগান্তির দিকে যেতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে আরো বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউসার আহাম্মেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।
কেকে/এএস