নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষার মাস ফেব্রুয়ারিতে ভাষা পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) নোবিপ্রবি বাংলা বিভাগের আয়োজনে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শুরুতেই বায়ান্নর ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের অত্মার মাগফেরাত কামনা করছি। ভাষার মাসের শুরুতে ভাষা শহিদদের স্মরণে এমন আয়োজন নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার), বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমানসহ বাংলা বিভাগ ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম