ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ মঠেরপাড় এলাকায়।
ওই এলাকার আলী মর্তুজা (৬০) জানান, তার সৌদি প্রবাসী ছেলে নুরুন্নবীর (৪৩) প্রায় দেড় একর আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। তিনি জানান, ১ ফেব্রুয়ারি সকালে পুকুরে খাবার দিতে গেলে কিছু মরা মাছ পুকুরে ভেসে থাকতে দেখতে পান পুকুরে দেখাশোনা করার দায়িত্বে থাকা ব্যক্তি।
পরবর্তীতে খাবারে বিষক্রিয়া সন্দেহে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও মাছের মৃত্যু ঠেকানো যাচ্ছিল না। পরে স্থানীয় জেলে জহুরুল ইসলাম এসে দেখার পর জানান যে, পুকুরে উচ্চ মাত্রার গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে।
নুরুন্নবীর শুভাকাঙ্ক্ষী পীরেরহাটের বাসিন্দা আব্দুল মান্নান (৪৫) জানান, অনেকভাবে চেষ্টা করেও মাছগুলো বাঁচানো গেল না। পুকুরে প্রায় ৪ কেজি ওজনের মাছ পর্যন্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত মোট মাছের পরিমাণ বড় মাছ ও পোনা মাছসহ প্রায় ৮০-৯০ মণ। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নুরুন্নবীর ছোট ভাই নুর শাফি বলেন, গত দুদিন আগে পুকুর পাড়ে কাপড় শুকানোকে কেন্দ্র করে ওই পুকুরের প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয় আমার ভাবির, সে রাতেই বিষ প্রয়োগ করা হয়েছে। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করায় কে বা কারা করেছে তা দেখা যায়নি।
তিনি সুষ্ঠু তদন্তসাপেক্ষে এ ঘটনার বিচার দাবি করেন। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
কেকে/এএস