ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় গুরুতর কর্মী সংকটে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কার্যক্রম। গুরুত্বপূর্ণ সহকারী প্রকৌশলী, সার্ভেয়ারসহ ১১১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় নাগরিক সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
পৌরসভায় মোট অনুমোদিত পদের সংখ্যা ১১৪। তবে বর্তমানে মাত্র ১১ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে‘'খ’ শ্রেণির এই পৌরসভার কার্যক্রম কোনো রকমে চালানো হচ্ছে। নিজস্ব জমি থাকা সত্ত্বেও পৌরসভার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে।
বাড়ি নির্মাণের জন্য জমা হওয়া কয়েকশ ফাইল অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে। সহকারী প্রকৌশলী ও শহর পরিকল্পনাবিদ না থাকায় রাস্তা, ড্রেন নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কাজ থমকে গেছে। টেন্ডার আহ্বান করাও সম্ভব হচ্ছে না।
এতে একদিকে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে অনুমোদন ছাড়াই নির্মাণ কাজ শুরু করায় পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তদারকি না থাকায় বাড়ছে জনজীবনের ঝুঁকি।
পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে সহকারী প্রকৌশলী বদলি হয়েছেন। কিন্তু এখনও কাউকে পদায়ন করা হয়নি। বর্তমানে একজন উপসহকারী প্রকৌশলী ছাড়া কোনো প্রকৌশলী নেই। ফলে বিএমডিএফ, ইউজিএফ-৩, এডিবিসহ বিভিন্ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
তিনি আরো বলেন, বাড়ি নির্মাণের জন্য জমা হওয়া ফাইলগুলোও দীর্ঘদিন ধরে আটকে আছে। এই অবস্থায় দ্রুত জনবল নিয়োগ না হলে পরিস্থিতি আরো জটিল হবে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত বাঞ্ছারামপুর পৌরসভার প্রাথমিক জনসংখ্যা ছিল ৩২ হাজার ১০৫। বর্তমানে এটি ৯টি ওয়ার্ডে বিস্তৃত হয়ে প্রায় ৬০ হাজার মানুষের বসবাসের কেন্দ্র হয়ে উঠেছে।
কেকে/এএম