দীর্ঘ ২২ বছর পর আটঘরিয়া পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতি পদে আজাহার আলী খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক পদে মোফাজ্জল হোসেন বাবু নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে আজাহার আলী খান ২৪৬টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ২৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ২৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ২০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক পদে মোফাজ্জল হোসেন বাবু ২৪৮ ভোট পেয়ে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান টিটু ১১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির সভাপতি প্রার্থী হয়েছেন ৪ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৪ জন। সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন তিনজনসহ মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার(কাউন্সিলর)তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন।
সূত্র আরো জানান, আটঘরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও প্রতিটি ওয়ার্ডে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সব সদস্যই(ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলররা সরাসরি ভোটে পৌর বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির আহ্বায়ক সভাপতি প্রার্থী আমজাদ হোসেন, সদস্য সচিব আজাহার আলী খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মিলন, আবুল কালাম আজাদ কালু।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম রেজা, আশরাফুল আলম, ফরহাদ হোসেন চঞ্চল, আব্দুল কুদ্দুস। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোফাজ্জল হোসেন বাবু, টিটু, আসাদ।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সব প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সবাইকে ধন্যবাদ জানান।
কেকে/এএস