শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫,
২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ      মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি      ডিসেম্বরে হতে পারে নির্বাচন: দুবাই সামিটে ড. ইউনূস      নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব: আলী রীয়াজ      আমরা আপনার মতো বরেণ্য ব্যক্তি থেকে শিখি, ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী      ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: বিএনপি      শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ      
শিক্ষা
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক: শিক্ষা উপদেষ্টা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ পিএম আপডেট: ০২.০২.২০২৫ ৯:৩২ পিএম  (ভিজিটর : ৯৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এ দাবি সরকার মেনে নেবে না। 

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিন বেলা ১২টার দিকে পঞ্চম দিনের মতো মহাখালী তিতুমীর কলেজের সামনের দুই রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিবতায় রোববারও আমরণ অনশন করেন তারা। অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন এখনো চারজন। 

শিক্ষার্থীরা বলছেন, যেকোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এছাড়া শনিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

এরইমধ্যে এ কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় নব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে।

এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত
সাদুল্লাপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
চবিতে শিক্ষকের ওপর হামলা, ১২ শিক্ষার্থী বহিষ্কার
ফ্যাসিস্ট পুনর্বাসনের অভিযোগ এনে ববি উপাচার্যের বাসভবনে তালা
তথ্য ফাঁসকারীকে ছাড়াই আয়নাঘর পরিদর্শন, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

সর্বাধিক পঠিত

নানা প্রতিকূলতাকে ছাপিয়ে জাবি ভর্তি পরীক্ষায় ৪৬ বছর বয়সি তকু
ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেফতার
যৌন নিপীড়নের দ‌ায়ে বাকৃবি অধ্যাপককে চাকরি থেকে অপসারণ
মিথ্যা চাদাবাজির মামলায় জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক হৃদয় হাসান
মতপার্থক্য নিয়েই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জোনায়েদ সাকি

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝