বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১ জন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ।
নিহত ব্যক্তি তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার ইছং ম্রো (২৩) ও মেন রাও ম্রো (১৫)। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে তলিয়ার ম্রো (১৮)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে যোগে তিনজন যুবক রুমা সড়কের মুরুংগো বাজার এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলে ১ জন নিহত ও হাসপাতাল নেওয়ার পথে আরেকজন মৃত্যুবরণ করে। ঘটনায় আহত তলিয়ার ম্রো (১৮) কে স্থানীয়রা উদ্ধার করে পরে হাসপাতালে ভর্তি করে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুত্ব আহত হওয়ায় সংবাদ নিশ্চিত করেছেন এবং এই বিষয়ে পুলিশ তদন্ত করছেন বলে জানান।
কেকে/এএম