রক্ত দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবী শিহাব উদ্দিন (২৫) এবং তার চাচাতো ভাই বোরহান উদ্দিন (২৪)।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব মোটরসাইকেল নিয়ে সলিমগঞ্জ যাচ্ছিলেন একজন রোগীকে রক্ত দিতে। দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে শিহাব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বোরহান উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহত শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে। শিহাবের পিতা রফিক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো? রক্ত দিতে গিয়া আমার পোলা শেষ হয়ে গেল।
নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া বলেন, আমার বংশের দুইটা ভালো ছেলে আমাদের ছেড়ে চলে গেল।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই মারা যায়, আর বোরহানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ছিলেন একজন নিবেদিত স্বেচ্ছাসেবী। তার মা-বাবা অসুস্থ থাকার পরও রক্তের জন্য ফোন পেলে তিনি ছুটে যেতেন।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
কেকে/এএম