কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে গুরুতর আহত তিনজন বর্তমানে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রোববার (২ ফেব্রুয়ারি) এ ঘটনায় আহত ফজলুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল এলাকায় হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী ও আহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন, মো. রনি মিয়া(৩৫), খোকন মিয়া (৬০), মো. ফজলুর রহমান (৪৯), শরীফ (৪৮)। বর্তমানে খোকন, শরীফ ও রনি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহত মো. ফজলুর রহমান একই এলাকার মো: রফিকুল, মো. শরীফ মিয়া, শফিকুল ইসলাম, মো. আলামিন, তরিকুল, সৈয়দুজ্জামান, হেলিম, মো. আরমানসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
এ ঘটনার ব্যাপারে এজাহারকারী ফজলুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে আসামিরা আমার চাচাতো ভাই রনিকে শুক্রবার জুমার নামাজের আগে একা পেয়ে হামলা চালায়। তাকে বাঁচাতে খোকন মিয়াসহ আমরা এগিয়ে গেলে আমাদের ওপরেও হামলা চালায়। বর্তমানে আমরা প্রাণনাশের আশংকায় দিন কাটাচ্ছি। আসামিরা আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে এখনো।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম