সিলেটের বিশ্বনাথে একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইলামেরগাঁও আটঘর এলাকায় এ ঘটনা ঘটে। এদিন স্ত্রীর জানাজার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগেই মারা যান স্বামীও।
স্বজন ও স্থানীয় লোকজন জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গতকাল শনিবার বিকাল পাঁচটার দিকে মারা যান মোছা. হাওয়ারুন নেছা (৭৯)। বেলা ১১টায় তার জানাজা হাওয়ার কথা ছিল। এর আগেই সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী জমসেদ আলী (৯৮)। পরে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসা শেষে জমসেদ আলী স্ত্রীর জানাজায় অংশ নিতে বাড়ি ফেরেন। জানাজা শুরুর আধা ঘণ্টা আগে জমসেদ মারা যান।
জমসেদ ও হাওয়ারুন দম্পতি বড় ছেলে আবদুল আজিজ বলেন, একদিনের ব্যবধানে আব্বা-আম্মার মৃত্যু আমাদের জন্য অনেক বেদনার।
এই দম্পতি ছয় ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কেকে/এএম