গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে মিছিলটি ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে উপজেলা সদর রোড প্রদক্ষিণ করে।
জানা যায়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাবেক কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলনকে আহ্বায়ক, বিগত কমিটির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ এবং আশাবাদ তৈরি হয়েছে। দলীয় কার্যক্রমে এই নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক দলের প্রতি তাদের অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর।
গাজীপুরের রাজনীতির গতিশীলতার জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করতে দ্রুততার সাথে মাঠে নামবে বলে দলীয় সূত্র জানায়। এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়ায় দলীয় নেতাকর্মীরা উপজেলা সদরে এক বিশাল আনন্দ মিছিল করেছে। বিশেষ করে কাপাসিয়ার কৃতিসন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্’র যোগ্য উত্তরসূরী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় সবাই আনন্দিত। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে নুতন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠিত আনন্দ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিএনপি নেতা নূর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা মজিবুর রহমান, যুবদলের সাহেদ, হারুন অর রশিদ, নূরুজ্জামান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শিখা, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, নার্গিস আক্তার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জ্যাকি প্রমুখ।
উল্লেখ্য, বিলুপ্ত কমিটি গত ২০২২ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয়। ৫ আগস্ট পটপরিবর্তনের পর নতুন নেতৃত্ব সামনে আনাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবি আসছিল। এরই মধ্যে রোববার জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে তরুণ ও ত্যাগী নেতারা নেতৃত্ব পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই নেতাকর্মীদের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এ কমিটির মাধ্যমে বিগত সময়ে নেতাকর্মীদের কাজের মূল্যায়ণ করা সম্ভব হবে। দলীয় কার্যক্রমে আমরা আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠব।
বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির নতুন আহ্বায়ক সাবেক এমপি একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শাহ্ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র ছেলে এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির প্রয়াত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।
কেকে/এএম