বুধবার, ৩০ অক্টোবর ২০২৪,
১৪ কার্তিক ১৪৩১
বাংলা English

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
শিরোনাম: সাফের ফাইনালে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন      পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে: মাসুদ সাঈদী      রমজানে ঘাটতি মোকাবিলায় নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত: উপদেষ্টা      খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরে সহায়তা করবে সরকার      ৮ জেলায় নতুন জেলা প্রশাসক      বাংলাদেশকে রান বন্যায় ভাসিয়ে প্রোটিয়াদের ইনিংস ঘোষণা      ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস      
গ্রামবাংলা
দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি কিশোরের, হাসপাতলে মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৪৬ পিএম  (ভিজিটর : ৭৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৮ বছরের কিশোর জিয়ারুল ইসলাম। বাড়ির সামনে থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে উচাখিলা বাজার যাওয়ার পথে ইউনিয়ন ভূমি অফিস পেরুতেই পেছন থেকে লাঠি হাতে ধাওয়া করে একজন। পরিস্থিতি আচ করতে পেরে প্রাণে বাঁচতে ইজিবাইক থেকে নেমেই উল্টোপথে বাড়ির দিকে দৌড় দেয় জিয়ারুল।

দৌড়ে বাজারের মেসার্স রানা-রামিম এন্টারপ্রাইজের সামনে আসা মাত্রই অপর একজন লাঠি হাতে জিয়ারুলের মাথায় আঘাত করে। তখন জিয়ারুল মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণে লাঠি হাতে দৌড়ে এলেন আরো তিনজন। শুরু হয় জিয়ারুলের ওপর বেদম পিটুনি। এসময় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়রা জিয়ারুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জিয়ারুলকে মৃত ঘোষণা করে।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ওই ইউনিয়নের আলীনগর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিয়ারুল ও হক মিয়াদের শুত্রুতা দীর্ঘদিনের। এর আগে গত ২২ অক্টোবর উচাখিলা ইউনিয়নে পুলিশের ওপর হামলার একটি মামলায় আসামি হয় জিয়ারুল।

গত সোমবার আদাতলে সেই মামলার হাজিরা দিয়ে এলাকায় আসে জিয়ারুল। ওইদিন আলাদিয়ার আলগী গ্রামের হক মিয়ার ছেলে রাশিদ ও রাসেল মিয়ার সাথে পূর্ব শুত্রুতা ও পুলিশের ওপর হামলা-মামলার ঘটনার আসামি হওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়।

পরে ঘটনার দিন মঙ্গলবার জিয়ারুল উচাখিলা বাজারে তার বাবার কাপড়ের দোকানে যাওয়ার পথে ইজিবাইকে ধাওয়া করে হক মিয়ার দুই ছেলেসহ কয়েকজন। এসময়  ইজিবাইক থেকে নেমে প্রাণে বাচতে দৌড় দিতেই জিয়ারুলকে লাঠি ও লোহার রড দিয়ে বেদম পিটিয়ে গুরুতর জখম করে তারা।

পরে এদিন সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিয়ারুলের মৃত্যুর খবরে পাল্টা আক্রমণ করে তার লোকজন। দুপক্ষের কয়েক দফায় সংঘর্ষে বিপরীত পক্ষের রাশিদ ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন গুরুতর আহত হন। দুজনকে ময়মনসিংহ মেডকেলে ভর্তি করা হলে রাশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার্ড করে চিকিৎসকরা। রাসেলসহ বাকিরা পলাতক রয়েছে।

আজ বুুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিয়ারুলের মরদেহ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তে শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এলাকাবাসী বলছে, জিয়ারুল ও প্রতিপক্ষ হক মিয়ার ছেলেরা কিশোর গ্যাং চক্রের সদস্য।

পুলিশ জানায়, নিহত জিয়ারুলের নামে মাদকসহ ছয়টি মামলা রয়েছে থানায়।

অপরদিকে জিয়ারুলের বাবা আলাল উদ্দিন ও মাহমুদা বেগম বলেন, ‘মানুষ মানুষকে এইভাবে পিটায়? না জানি আমার পুত (ছেলে) কতটা কষ্ট পাইয়্যা মরছে। যারা আমার ছেলেকে নির্মমভাবে মারছে আমরা তাদের বিচার চাই। এদের বিচার দেখে আমরা মরতে চাই।’

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওই এলাকায় তদন্ত কাজে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলা, আহত ৮
বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন
আইকাও’র নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ নিতে হবে: বিমানবাহিনী প্রধান
সাফের ফাইনালে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের আহ্বান জহীর উদ্দিন বাবরের

সর্বাধিক পঠিত

জাবিতে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আটক
‘সবাই শুধু আশা দেয়, কেউ ব্রিজ করে দেয় না’
দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি কিশোরের, হাসপাতলে মৃত্যু

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝