সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক হাসনাথ আবদুল্লাহ।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।
যমুনার সামনে আন্দোলনে আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় হাসনাথ আব্দুল্লাহ আহতদের পুর্নবাসন নিশ্চিত করা এবং যোগ্যতা অনুযায়ি বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা পর্যন্ত ধৈর্য ধরার আহব্বান জানান।
এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।
এসময় তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্য করার অভিযোগ তোলেন।
কেকে/ এমএস