লালমনিরহাটের হাতীবান্ধায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিকালে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এ ছাড়া সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বিকালে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারের সঙ্গে আটকে যায়। পরে ওই এলাকার কৃষক দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে /এএস