নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজীমের বাসভবন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। পরে উপজেলার প্রধান সড়ক ও ওছখালি মোড় প্রদক্ষিণ করে পুনরায় এমপির বাসভবনে গিয়ে একটি সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন হাতিয়ার সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজীম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মো. আবদুর রহিম, শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা শাখার বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক, অ্যাড. জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, হারুনুর রশীদ আজাদকে সদস্য সচিব, হায়দার বিএসসি ও অ্যাড. আব্দুর রহমানকে সদস্য করা হয়েছে।
আনন্দ মিছিলে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো শহর।
কেকে/এএস