সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল স্টেশনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত বা ভোরের দিকে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল কাজ করছে।
কেকে/এএস