শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এখন পর্যন্ত ৭২টি দেশের ৩ হাজার ২৫৬ জন বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শুনছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, প্রথম পর্বের মোনাজাত শেষে সোমবার সকাল পর্যন্ত ৭২টি দেশের ৩ হাজার ২৫৬জন মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।
সোমবার বাদ জোহর বয়ান করবেন, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক সাহেব ও বাদ মাগরিব বয়ান করবেন, ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।
১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।
পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।
কেকে/এএস