হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাত দলের হামলায় মহসিন মিয়া(৩৮)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার(৩ ফেব্রুয়ারি)ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের থানা সংলগ্ন এলাকায়।
নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মৃত হাজি আ. রহিম মাস্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে।
তারা এগিয়ে গেলে ডাকাত দল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাত দল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে আসতে থাকলে ডাকাতদল পালিয়ে যায়।
এদিকে মহসিন মিয়াকে উপজেলা মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
কেকে/এএস