চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।
কেকে/এএস