বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫,
৭ ফাল্গুন ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বিগত সরকারের মতো নতুন বাংলাদেশেও ফ্যাসিবাদী প্রক্রিয়া অব্যাহত আছে      সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শফিকুল আলম      আজহারুলের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির      কুয়েটে সংঘর্ষ নিয়ে যে বার্তা দিলেন সারজিস-মাসউদ      নদীর পানির ন্যায্য হিস্যা কারো করুণার নয়: তারেক রহমান      কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫       প্রতিবাদ জানিয়ে তিস্তার হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন      
জাতীয়
‘ডিসেম্বর অথবা জুনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন’
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পিএম আপডেট: ০৩.০২.২০২৫ ৭:১৬ পিএম  (ভিজিটর : ৮৫)

প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামি ডিসেম্বর অথবা আগামি বছরের জুনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
 
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই-আগস্টের অবতারণা হয়, তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। অপরপাশে রয়েছে সন্তানদের রক্ত। কাজেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ।

তিনি বলেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতোদিন যারা ভোট দিতে পারেনি, তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণে যেন ভোটার হওয়া থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ


স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয় না। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এটা সরকারই সিদ্ধান্ত নিবে। যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারব।

নির্বাচন কমিশনার বলেন, মৃত ভোটারদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে এক শতাংশ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সারাদেশে দেড় শতাংশ মৃত ভোটার বাদ পড়লে প্রায় ১৮ লাখ ভোটার বাদ যাবে।

বিগত বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় কেউ-ই আইনের উর্ধ্বে নয়। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি, আমরাও আইনের উর্ধ্বে নই। কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং নিজে সংশ্লিষ্ট থেকে কোনো অপরাধ করে থাকে, তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়, আইন আদালতের বিষয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম উপস্থিত ছিলেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ
কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে মশাল মিছিল
‘নির্বাচনে দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে’
ভারত শুধু স্বৈরাচারকে মনে রেখেছে বাংলার মানুষকে মনে রাখেনি: তারেক রহমান
বিগত সরকারের মতো নতুন বাংলাদেশেও ফ্যাসিবাদী প্রক্রিয়া অব্যাহত আছে

সর্বাধিক পঠিত

পরকীয়া সম্পর্কের জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার
কাপাসিয়ায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গজারিয়ায় উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আটক
আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন: ডা. সৈয়দ আব্দুল্লাহ
প্রকৌশলীর জন্য থমকে কার্যক্রম, জনভোগান্তি চরমে

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝