লালমনিরহাট জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সড়কের রোদ্বশ্বর সিরাজুল মার্কেটের পশ্চিমে এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা মাদক নিয়ন্ত্রন কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মাদক নিয়ন্ত্রণের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের এসআই আবু নাসেরের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে এরশাদ মিয়া(৩৭) নামের এক যুবককে আটক করে।
এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের ভিতর ও তেলের ট্যাঙ্কের নিচে অভিনব কায়দায় রাখা ৮০ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল ও একটি টিভিএস ১২৫ সিসি মোটরসাইকেলহ হাতেনাতে ধরে তাকে আটক করে কালিগঞ্জ থানায় নিয়ে আসে।
আটক যুবক রংপুর মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের চৌধুরী গোপালপুর এলাকার ভোলা মিয়ার ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি এজাহার পেয়েছি। মামালা রুজু প্রক্রিয়াধীন।
কেকে/এজে