রাউজান উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস লক্ষী রানী বৈদ্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল আবছার মেম্বার, আবদুল হামিদ, আবুল কাসেম রানা, ছোটন আজম, মুহাম্মদ দিদারুল আলম, শহিদুল আলম, এস্কান্দর আলম।
তিনদিন ব্যাপি অনুষ্ঠানে শহিদ আবু সাঈদ, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহিদ ওয়াসিম আকরাম, শহিদ ফয়সাল আহমদ শান্ত নামে চারটি বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, যোগাযোগ দৌড়, মিউজিকাল চেয়ার, বালিশ খেলা, সাঁতার প্রতিযোগিতা, ক্ষুদে শিক্ষার্থীদের স্মৃতি পরীক্ষা, প্রাক্তন ছাত্রদের ৮০০ মিটার দৌড়সহ নানা প্রতিযোগিতায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক আশীষ বৈদ্য, আব্দুল করিম ও সাইফুল চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. খবির উদ্দিন, দেবু প্রসাদ বড়ুয়া, কমল বড়ুয়া, আইরিন দিলরুবা, রাসেল আচার্য, ফাতেমা নার্গিস, বিবি ফাতেমা, এম এ ফয়েজ, সজীব বড়ুয়া, এস এম সাইফুল ইসলাম, রানা সিংহ, এস এম আজাদ, মো. নাজিম উদ্দিন, পুনিমা দে, জাফর ইকবাল, নওশিন ফাবিহা, ইসরাত জাহান মুমু, নাঈমা নিগার মুন্নী, সিরাজুল মনির, মো. সাকিব প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, লোকগীতি, একক অভিনয়, একক ও দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি (বাংলা ও ইংরেজি) অংশ নেয়। এতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষায় সম্মিলিত মেধায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
কেকে/এজে