সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সেক্রেটারিকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজে শাখা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ডা. সজল দাস এ দিন ক্যাম্পাসে সরস্বতী পূজায় আসলে ছাত্রশিবিরের কর্মীরা শনাক্ত করে তাকে পার্শ্ববর্তী জিয়া ছাত্রাবাসে নিয়ে যায়।
পরবর্তীতে দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজের প্রশাসন কর্তৃপক্ষ গিয়ে তাকে উদ্ধার করে। পরে মুচলেকা দিয়ে বিকেল সোয়া ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। মুচলেকায় তিনি তার সব অপকর্মের দায় স্বীকার করেন এবং ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসে আসবেন না বলে মুচলেকায় উল্লেখ করেন।
কেকে/এজে