অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জস্থ মধ্যেরচরের শ্যামলাপুর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানার অটো মোবাইলস পিএলসির ব্যবস্থপনা পরিচালক ও সিইও মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী শিবলী, শামীম আরা নীপা, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্থপতি আনিকা তাবাসসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারপার্সন অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে নাচ, গানের মধ্যদিয়ে আনন্দে মেতে ওঠে অটিজম শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০০৪ সালের ৪ এপ্রিল স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ২০ তম বছর পূর্ণ করল প্রতিষ্ঠানটি।
কেকে/ এমএস