নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের বীর মুক্তিযোদ্ধা শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এসংবাদ সম্মেলন করেন আবু নাছের।
এসময় আবু নাছের বলেন, তার বিরুদ্ধে নিজ দলের পদ-পদবিহীন একজন তার রাজনৈতিক ভবিষ্যত নষ্ট করার লক্ষ্যে মিথ্যা মামলা দায়ের করেছে। যারা বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, তারাই বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। প্রশাসন চাঁদাবাজির কোনো আলামত পেয়ে থাকলে, তিনি দল থেকে অব্যাহতি নিবেন এবং স্বেচ্ছায় কারাবরণ করবেন বলেও জানান। একই সঙ্গে তিনি দলের উর্ধ্বত্বনদের কাছে এমন মিথ্যা মামলার বিচার দাবি করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
জানা যায়, একজন ঠিকাদারের কাছ থেকে বালি ভরাটের কাজ সাব ঠিকাদারী নেওয়া নিয়ে সম্প্রতি বিএনপি আবু নাছেরের নেতৃত্বে আবদুল করিম মুক্তা নামের বিএনপির এক কর্মীর লোকজনকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় আবদুল করিম মুক্ত গতকাল রোববার সুধারাম মডেল থানায় আবু নাছেরসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
কেকে/এজে