ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা রকিকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পাবনা আদলতে তাকে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত রকি পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত নওশাদ আলীর পুত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত ১৫ আগস্ট থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর-১০, এই মামলায় যুবলীগের সক্রিয় সদস্য আটককৃত রকি এজাহার নামীয় আসামি। রাতভর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/ এমএস