কুমিল্লায় পাহাড় ও সেপটিক ট্যাংক থেকে পৃথক দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডীমোড়া পাহাড়ে এবং চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডার ধনুসরা এলাকায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিন সকালে লালমাই পাহাড়ের সদর দক্ষিণ উপজেলার চন্ডিমুড়া এলাকা থেকে মো. রিফাত হোসেন(৯) নামের এক নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের মো. রশিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।
এদিকে একইদিন ভোর চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পূর্বপাড়ায় ঘরের পাশের একটি সেপটিক ট্যাংকি থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাহেদা আক্তার ওই গ্রামের গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন।
নিহত সাহেদা আক্তারের স্বামী মাওলানা আব্দুল মমিন বলেন, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে যাই। যাওয়ার সময় দেখেছি আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে আমরা দুইজন একা থাকি। নামাজ শেষ করে সকাল ৭টায় বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ঘরে নাই। বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষনিক আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির ডাকনা তুলে আমার স্ত্রীর বিবস্ত্র নিথর দেহ দেখতে পাই।
নিহত রিফাতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও রিফাতকে না পেয়ে রোববার রিফাতের পরিবার পুলিশে অভিযোগ দেয়। সোমবার সকাল সাড়ে ৯টায় চন্ডিমুড়া পাহাড়ে শিশুর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ওই শিশুর গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। এছাড়াও তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই তদন্তদল কাজ করেছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু জানা যাবে।
কেকে/এজে