মহিমান্বিত মাহে রমজানের প্রস্তুতি উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শুরু হয়েছে পবিত্র আল-কোরআন শিক্ষা কোর্স।
শনিবার (পহেলা ফেব্রুয়ারি) থেকে বঙ্গবন্ধু হলে শুরু হয় কোর্সটি। প্রতিদিন বাদ মাগরিব বঙ্গবন্ধু হলের তৃতীয় তলার মসজিদে চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্বারি তোফায়েল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে কোরআন শিক্ষা কোর্সটি।
৬০ দিনের এই কোর্সে শিক্ষার্থীরা মাত্র ১০০ টাকায় ভর্তি হয়ে মহা পবিত্র আল-কোরআন সহিহ শুদ্ধভাবে শেখার সুযোগ পাচ্ছেন। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছেন।
কোরআন শেখা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয় বলেন, ‘পবিত্র আল-কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে পারবো এটা ভেবেই আনন্দ লাগছে। অনেক চেষ্ঠা করেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর সেই প্রচেষ্টা থমকে যায়। আবার সেই অনন্য সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
এ বিষয়ে তাজীম আহমেদ বলেন, ‘এটি সত্যি একটি প্রশংসনীয় কাজ। একটা সময় খুজতাম কোথায় কোরআন পড়া যায়। এই উদ্যোগ টা সত্যি অনেক সুন্দর।’
উল্লেখ্য, কোর্স সম্পন্নকারী প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৩ হাজার টাকার গিফট হ্যাম্পার। এছাড়া প্রতিদিন ক্লাসের পর নাস্তার ব্যবস্থা রয়েছে।
কেকে/ এমএস