মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
গ্রামবাংলা
পূজা দেখতে এসে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর
জোবায়ের হোসেন ফেনী প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ এএম  (ভিজিটর : ১৮৩)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বেকের বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায়  ঘটনাস্থলেই ২ বন্ধু নিহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরেকজনের মৃত্যু হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফেনী নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বেকের বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৌরভ, দেবু ও অন্তর।  তারা নোয়াখালীর বাসিন্দা।

সৌরভ(২৩) নোয়াখালী জেলার বেগম গঞ্জ থানার আলীপুর গ্রামের  কৃষ্ণ গোপালের ছেলে।

অন্তর ঘোষ(১৭) নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার ঘোষপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে। দেবের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

নিহত অন্তর ঘোষের স্বজনরা জানায়, অন্তর এবার এসএসসি পরিক্ষার্থী। সে পূজা দেখে বাড়ি ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে  ঘটনাস্থলে মৃত্য হয়। সেখানে তার সঙ্গে থাকা আরও একজনের মৃত্য হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পর  ডাক্তার মৃত ঘোষণা করে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিহত তিনজন একটি মোটরসাইকেল যোগে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের বাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা সমিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় অন্তর ঘোষ(১৭) কে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার  রুহুল মহছেন সুজন জানান একজনেকে গুরুতর আহত অবস্থায় আনা হলে প্রাথমিক চিকিতসায় তাকে জীবিত পাওয়া যায়নি।  অপর দুজনের মরদেহ মর্গে আছে। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল।

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অপরজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেকে/এএস



 
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
গাজায় রেড ক্রিসেন্টের ৮ সদস্যসহ ১৫ সহায়তাকর্মীকে হত্যা
ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪
ঈদ শেষে মেট্রোরেল চলাচল শুরু

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close