শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত উপলক্ষ্যে আগের মতো যান চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছেন জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, প্রথম ধাপের ইজতেমা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ধাপ চলছে। বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানে অবস্থানরত বিদেশি মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। প্রথম ধাপের মতই দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোন ঝুঁকি নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে।
সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিমির মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে শুরায়ি নেজাম প্রশাসনের নিকট ময়দান হস্তান্তর করবে। ৮ তারিখ সাদপন্থিদের ময়দান বুঝিয়ে দেওয়া হবে। আশা করছি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব করবেন।
এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, সাদপন্থিরা ইজতেমার আগে ময়দান বুঝিয়ে নেওয়ার সময় যে সব জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না। তবে সাদপন্থিরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হওয়ার কথ।
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, মো. তাহেরুল হক চৌহান, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এনএম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম খান, জিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মহিউল ইসলাম, সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেনসহ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
শুরায়ি নেজামের অধীনে গত রোববার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়ে বুধবার ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
কেকে/এআর