কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন তারা।
তাদের দাবি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তর করে কুষ্টিয়া-খুলনা করতে হবে, এ সময় মহাসড়ক আটকে বিক্ষোভ ও সড়কে ফুটবল খেলতে দেখা যায়। ঝাউদিয়াসহ আশপাশের ছয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়।
বিক্ষোভকারীরা বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন অবিলম্বে ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
এ সময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে গাফিলতি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধন এর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এদিক গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
কুষ্টিয়া থেকে যশোরের উদ্দেশে যাওয়া কাভার্ড ভ্যানচালক আবেদ আলী বলেন, প্রায় এক ঘণ্টার বেশি সময় এখানে দাঁড়িয়ে আছি। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আন্দোলনের কারণে এভাবে শত শত যাত্রীবাহী বাস আটকে থাকে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজ।
কেকে/এএস