ঢাকার ধামরাইয়ে চুরি হওয়া তিনটি গরুসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন রতন রেজা, খোরশেদ আলম, রনি, ছাওার, রুবেল, মাসুদুল এরা সবাই ঢাকা জেলার সাভারের বাসিন্দা।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে চুরি হওয়া গরুর মালিক থানায় মামলা করলে গোপন তথ্যের ভিত্তিতে সোমরার রাতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের ধললা থেকে চুরি হওয়া তিনটি গরু একটি পিকআপ ভ্যান একটি মোটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কৃষকদের নিরাপত্তা দিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস