কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়নের সুলতানাপুর দরগাপাড়া শাহী জামে মসজিদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মসজিদ চত্বরে শতশত মানুষের উপস্থিতিতে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাবেক সভাপতি মাওলানা মাহামুদুল আলম নজরুল সভাপতিত্বে শহীদুল্লাহ্ মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. চান মিয়া, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার, যুবদল নেতা শফিকুল ইসলাম, আবু হানিফা, স্হানীয় ইউপি মেম্বার রিয়াজ উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, সাবেক সভাপতি মাওলানা মাহামুদুল আলম নজরুলকে আহ্বায়ক ও মাওলানা মামুনার রশিদ, আবুল কাসেম, শহীদুল্লাহ্ মাস্টার, জাহাঙ্গীর আলমকে সদস্য করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আগামী শনিবারের মধ্যে আহ্বায়ক কমিটি সদস্যরা পূনাঙ্গ কমিটি করবে বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন।
কেকে/এএম