নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজু, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া ও তার সহযোগী সাইদুল মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন আটক ব্যক্তিরা। এ সংক্রান্ত ভিডিও ও ছবি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। এরপর বন্দর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস