দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে একটি ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ার দুই মাস অতিবাহিত হলেও পৌর কর্তৃপক্ষের নজর নেই। এতে সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। মাষ্টার প্ল্যান ড্রেনের ওপরেই সড়ক হওয়ায় ছোট বড় যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ সময়েও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড় থেকে ২০ গজ দূরে ধান হাটি-বউ বাজার যাওয়ার সংযোগ সড়কে গত দুইমাস আগে ভারী যানবাহন চলাচলে ধ্বসে পড়ে মাষ্টার প্ল্যানে তৈরি ড্রেনের একটি স্লাব। এতে প্রায় তিন ফিট চওড়া ও ছয় ফিট লম্বা একটি খাদের সৃষ্টি হয়। সংস্কার না হওয়ায় এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ দুই মাস অতিবাহিত হলেও পৌর কর্তৃপক্ষের কোনো নজর নেই। ওই ড্রেনের গভীরতা বেশি হওয়ায় যে-কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র হওয়ায় এটি একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক ধরেই বউ বাজার-বড়পুকুরিয়া কয়লাখনি, আনন্দ বাজার, খয়েরপুকুরসহ বিভিন্ন এলাকার লোকজন ও যানবাহন চলাচল করে।
এছাড়াও পার্বতীপুর বাসষ্ট্যান্ড হতে উর্বশী সিনেমা হল পর্যন্ত সড়কে যানজট থাকলে ধান হাটি হয়ে বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করে ফুলবাড়ী শহরে প্রবেশ করা যায়। ধান-চাল ব্যবসায়ীরাও এই সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়া করে থাকেন। ব্যস্ততম এই সড়কে একটি স্লাবের সংস্কারের অভাবে যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। একটু অসতর্ক হলেই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় পূর্ণিমা ড্রেসিং সেলুনের সত্ত্বাধিকারী শ্রী ভুষণ শীল জানান, স্ল্যাব ভেঙে পড়া দুই আড়াই মাস হলেও পৌরসভার থেকে কেউ দেখতেও আসেনি। অনাকাঙ্খীত দুর্ঘটনা এড়াতে ব্যক্তিগত উদ্যোগে সেখানে লাল পতাকা টানিয়ে দেওয়া হলেও অসাবধানতা বশতঃ দুর্ঘটনা ঘটেই চলেছে। সড়কের একপাশ বন্ধ থাকায় যান বাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
অটোচার্জার চালক আব্দুর রাজ্জাক বলেন, রাতের বেলা চলাচলে সমস্যা হয়। যারা এই সড়কে নতুন তারা প্রায়ই গর্তে পড়ার উপক্রম হন, অনেকে পড়ে গিয়ে আঘাতও পায়। বর্তমানে পৌরসভার মেয়র কাউন্সিলর না থাকায় সংস্কারের প্রতি কেউ তেমন গুরুত্ব দেয় না। তিনি বলেন, ড্রেনটিতে স্ল্যাব দেওয়া খুব জরুরি, এজন্য পৌর কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
এ বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে সরেজমিনে পরিদর্শন করেছি। দুই-একদিনের মধ্যে ওখানে স্লাবের ব্যবস্থা করা হবে।
বিষয়টি নিয়ে কথা বললে ফুলবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি আমি জানতাম না, খোঁজ নিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
কেকে/এএম