ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন আজাদ আলী (৫৫) ও আমানত (৬০)। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলীর ছেলে আজাদ আলী গংদের সঙ্গে একই বংশের মৃত উসমান আলীর ছেলে ইনসান আলীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ৯ বছর আগেও হত্যাকাণ্ডসহ দাঙ্গার ঘটনা ঘটে।
সম্প্রতি গ্রামে ফিরে ঘর নির্মাণ শুরু করলে আজাদ আলীদের ওপর ক্ষুব্ধ হয় প্রতিপক্ষ ইনসান আলীর লোকজন। মঙ্গলবার সকালে আজাদ আলী নিজ দোকান খুলতে গেলে ইনসান গংদের মন্নান (২২) ও হান্নান (২১)সহ কয়েকজন তাকে হামলা করে গুরুতর আহত করে।
জবাবে আজাদের পক্ষ থেকেও প্রতিপক্ষের ওপর পালটা হামলা চালানো হয়। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হন মিছির আলীর ছেলে আমানত। পরে আজাদ ও আমানতকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেকে/এএম